আমাদের সম্পর্কে
ভারত-ভাগ উত্তর পূর্ববঙ্গে প্রথম চলচ্চিত্র নির্মাণ শুরু হয়েছিল প্রামাণ্য চলচ্চিত্র দিয়ে। পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের ২৫ বছর সময়ে সঙ্গত কারণেই নির্মিত প্রামাণ্যচিত্রের সংখ্যা ২-৩টির বেশি নয়। মুক্তিযুদ্ধ শুরুর আগের অসহযোগ আন্দোলনের সময় একমাত্র গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণের তথ্যচিত্র। মুক্তিযুদ্ধকালীন চলচ্চিত্র চর্চায় সবচাইতে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’ সহ আরও ৩টি প্রামাণ্যচিত্র। আমরা আশা করেছিলাম স্বাধীনতা উত্তর বাংলাদেশে এক নতুন চলচ্চিত্রের যাত্রা শুরু হবে। কিন্তু তা হয়নি। চলচ্চিত্র আবারও বাণিজ্যিক ভাবনা দ্বারা শাসিত হয়েছে। স্বাধীন চলচ্চিত্র ধারার আন্দোলন এবং বিচ্ছিন্ন কিছু ব্যক্তি উদ্যোগের বাইরে সৃজনশীল চলচ্চিত্রের কোন ধারা আমরা অদ্যাবধি দেখতে পাইনি। দুঃখজনকভাবে প্রামাণ্য চলচ্চিত্রের ধারাটি ক্ষীণই থেকেছে। আমরা সবাই জানি যে একটি দেশের ইতিহাস, সংষ্কৃতি, মানুষের সংগ্রামের স্বার্থক ও শৈল্পিক দলিল হিসেবে প্রামাণ্য চলচ্চিত্রের চর্চা কতটা গুরুত্বপূর্ণ। বিশ্বের নানা দেশের চলচ্চিত্র ইতিহাসের দিকে তাকালে এই উক্তির স্বার্থকতা যেকোন মানুষই অনুধাবন করতে পারবেন।
আমাদের দেশের প্রামাণ্য চলচ্চিত্রের দৈন্য দশার পেছনে প্রামাণ্য চলচ্চিত্রের শৈল্পিক ক্ষমতার সঠিক ব্যবহারে অনাগ্রহই এর কারণ। রাষ্ট্রীয় ও সামাজিকভাবে প্রামাণ্য চলচ্চিত্র কখনোই গুরুত্বপূর্ণ চলচ্চিত্র চর্চা হিসেবে বিবেচিত হয়নি। সুস্থ ধারার চলচ্চিত্র চর্চাকারী ব্যক্তি ও সংগঠনের ক্ষেত্রেও একই মনোভাব আজ পর্যন্ত বিরাজ করছে। আমরা প্রামাণ্যকার পর্ষদ এই পরিস্থিতি ও পরিবেশকে মোকাবেলা করে সুস্থ, জীবনঘনিষ্ট, শিল্পসম্মত চলচ্চিত্রধারায় প্রামাণ্য চলচ্চিত্র চর্চাকে একটি বেগবান ধারা হিসেবে সৃষ্টি করতে প্রতিজ্ঞাবদ্ধ। উল্লেখিত আকাঙ্খার বাস্তবায়নে প্রামাণ্যকার পর্ষদ দেশ-বিদেশের প্রামাণ্য চলচ্চিত্রের প্রদর্শন, প্রামাণ্য চলচ্চিত্র পাঠের আয়োজন, প্রামাণ্য চলচ্চিত্রকার সৃষ্টির লক্ষ্যে প্রামাণ্য চলচ্চিত্রের পাঠ্যধারা ও কর্মশালার আয়োজন, দেশীয় প্রামাণ্যকারদের কর্মের স্বীকৃতি ও উৎসাহ সৃষ্টির লক্ষ্যে প্রামাণ্যচিত্র পুরষ্কার প্রবর্তণ ইত্যাদি কর্মসূচী বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করতে সচেষ্ট হবে। আমরা বিশ্বাস করি যে শিল্পসম্মত, সচেতন, সংগঠিত ও সমাজমনষ্ক প্রামাণ্যচিত্র চর্চার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শ এবং অর্থনৈতিক সমতাভিত্তিক, প্রকৃত গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জনসংগ্রামে আমরা নিজেদেরকে যুক্ত করতে সক্ষম হবো।
জয় বাংলা।